চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মমতাজ বেগমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
মমতাজ বেগমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

মমতাজ বেগমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

১৭ মে, ২০২০ | ৪:৩১ অপরাহ্ণ

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার (১৬ মে) রাত ১২টার দিকে ঢাকার ভুতের গলিতে নিজের বাসায় মারা যান মমতাজ বেগম। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানা যায় আজ রবিবার (১৭ মে) এক শোকবার্তায় তিনি মুক্তিযুদ্ধে ছাত্রলীগের সাবেক এই নেত্রীর ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদের সদস্য, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ১৯৭০ এর নির্বাচনে যে সাতজন নারী জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন, মমতাজ বেগম তাদেরই একজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মমতাজ বেগমের সঙ্গে একসঙ্গে ছাত্র রাজনীতি করা এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার কথাও শোকবার্তায় স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

তিনি বলেন, “জাতীয় মহিলা সংস্থার সাবেক এ প্রতিভাধর চেয়ারম্যান স্বীয় কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।”

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ রবিবার (১৭ মে) জোহরের নামাজের পর ভুতের গলি জামে মসজিদে জানাজা শেষে ঢাকায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

পূর্বকোণ/ এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট