চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডলফিন হত্যা বন্ধে ভার্চুয়াল কোর্টে প্রথম রিট

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২০ | ৯:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী । আজ  সোমবার (১১ মে)  বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল কোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম। এটি ভার্চুয়াল কোর্টে করা প্রথম রিট ।

রিটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ সচিব, স্থানীয় নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম জানান, হালদায় নির্বিচারে ডলফিন হত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনার পাশাপাশি ডলফিন হত্যা বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানাতে রুল জারির আর্জি জানানো হয়েছে। আদালত তারিখ ঠিক করলে শুনানিও হবে বলে জানান রিটকারী এই আইনজীবী।

তিনি আরও জানান, ‘বন্যপ্রাণী আইন ২০১২ অনুযায়ী নির্বিচারে কোনো প্রাণী হত্যা করা যাবে না। এটা অপরাধ। কিছু অসাধু লোক নিষ্ঠুরভাবে এসব নিরহ প্রাণীকে হত্যা করেছে।’

পূর্বকোণ/- আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট