চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘শনিবার থেকে ২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি’

অনলাইন ডেস্ক

৭ মে, ২০২০ | ১২:৩৬ অপরাহ্ণ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শনিবার (৯ মে) থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারাদেশে ২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে।

বৃহস্পতিবার (৭ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, রপ্তানিকারক দেশগুলোকে চিঠি দিয়ে অনুরোধ করা হবে তারা যেন রপ্তানি আদেশ বাতিল না করে।

তিনি বলেন, ‘ক্রেতা সাধারণরা যাতে করে সারাবছর সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজণীয় পণ্য কিনতে করতে পারেন, সেজন্য নিত্যপণ্যের চাহিদার নিরিখে আগামী এক বছরের অগ্রিম আমদানি কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্ট আমদানিকারকদের চিঠি দেওয়া হয়েছে। এছাড়া আমাদের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমাদের এ বছর যে পরিমাণ ছোলা মজুদ আছে, তা দিয়ে আগামী রোজা পর্যন্ত চলে যাবে।’

‘‘এছাড়া ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানির জন্য আরও ৪টি ট্রেনরুট খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এসব রুটে পণ্য আনা নেওয়া শুরু হবে। রুটগুলো হলো- হিলি, বিরল, বেনাপোল এবং দর্শনা।’’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আদার ক্ষেত্রে বাজারে কিছু সমস্যা ছিল। কিন্তু চাপ সৃষ্টি করে তা সমাধান করেছে ভোক্তা অধিকার। তারা রমজানের প্রথম সপ্তাহ থেকেই বাজার তদারকি করছে। তারা জনগণের মাঝে মাস্কও বিতরণ করেছে। ৫০ হাজার মাস্ক দিয়েছিলাম তারা মানুষকে তা দিয়েছে। টিসিবি, ভোক্তা অধিকার ও মন্ত্রণালয় সার্বক্ষণিক কাজ করছে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট