চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনায় দেশে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৯

অনলাইন ডেস্ক

২৫ এপ্রিল, ২০২০ | ৩:০৫ অপরাহ্ণ

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩০৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯৯৮ জনে।

আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরো বলেন, আমরা করোনার এই সময়ে সবাই খাদ্যে তরল খাবার বেশি রাখি। আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস। সারাবিশ্বে প্রতি সেকেন্ডে ১ জন ম্যালেরিয়া মারা যায়। করোনা পরিস্থিতির মধ্যেও জেলায় জেলায় ম্যালেরিয়ার সেবা দেয়া হচ্ছে। যার যার অবস্থান থেকে ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) মোট ৩ হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করে ৩০৯ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৯৯৮ জনে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট