চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গণপরিবহন বন্ধ ৫ মে পর্যন্ত

অনলাইন ডেস্ক

২৫ এপ্রিল, ২০২০ | ১২:৪১ অপরাহ্ণ

করোনা পরিস্থিতি মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ ছুটি আগামী ৫ মে পর্যন্ত বাড়ানোয় গণপরিবহন বন্ধের মেয়াদও বাড়ানো হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

শুক্রবার (২৪ এপ্রিল) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

তবে জরুরি পরিষেবাসমূহ খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সব ধরনের পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ওষুধ, ওষুধ শিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, গণমাধ্যম, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবন ধারণের জন্য মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

তবে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট