চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ইফতার মাহফিল আয়োজন নয়: ধর্ম মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক

২৪ এপ্রিল, ২০২০ | ৬:৫৪ অপরাহ্ণ

মহামারী করোনাভাইরাসের সংক্রমণরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে এবারের রোজায় ইফতার মাহফিলের আয়োজন বা এতে যোগদান নিষিদ্ধ করেছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আজ শুক্রবার (২৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ বিধি নিষেধের কথা জানিয়েছে। এতে বলা হয়, প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার স্বার্থে রমজান মাসে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়োজন বা যোগদান করতে পারবেন না।

এই নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার করে দেয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার এক আদেশে মন্ত্রণালয় জানায়, রমজান মাসে মসজিদে এশা ও তারাবির নামাজের জামাতে সর্বোচ্চ ১০ মুসল্লি ও দুই হাফেজসহ মোট ১২ জন অংশ নিতে পারবেন। ধর্ম মন্ত্রণালয় এর আগে মসজিদে জুমার নামাজ আদায় ও জামাত বিষয়ে যেসব নির্দেশনা জারি করেছিল তাও কার্যকর থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট