চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সপ্তাহে ২ দিন খোলা থাকবে আদালত

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২০ | ৯:২৮ অপরাহ্ণ

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সীমিত পরিসরে সুপ্রিম কোর্ট ও সপ্তাহে দুই দিন দেশের জেলা দায়রা জজ আদালত চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে আপিল বিভাগের বিচারপতিদের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। আর এ সিদ্ধান্তে মত দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক।

গত ২৬ মার্চ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সরকারি আদেশের সঙ্গে মিল রেখে আদালত অঙ্গনও বন্ধ রয়েছে। তবে কেবল জরুরি প্রয়োজনে প্রতি জেলায় একটি করে ম্যাজিস্ট্রেট কোর্ট খোলা রয়েছে। এ অবস্থায় মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় স্বল্প পরিসরে হলেও আদালত খুলতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের অনুরোধের প্রেক্ষিতে অন্য বিচারপতিদের (ব্রাদার জজ) সঙ্গে বসে আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট