চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ড উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা, তবু সতর্কতা নেই!
সীতাকুণ্ড উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা, তবু সতর্কতা নেই!

বিশ্বে ১ লাখ ৬৪ হাজারের মৃত্যু আক্রান্ত ২৩ লাখ ৮৭ হাজার

পূর্বকোণ ডেস্ক

২০ এপ্রিল, ২০২০ | ৪:২৩ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে গতকাল রবিবার পর্যন্ত বিশ্বব্যাপী মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৯৪ জন। ওয়ার্ল্ডোমিটার বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলোতে মোট মৃত্যুর এ সংখ্যা জানায়। গত ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে গতকাল রবিবার পর্যন্ত বিশ্বের ১৯৩টি দেশ ও ভূখ-ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৮৭ হাজার ৫০২ জন। এরমধ্যে ৬ লাখ ১৩ হাজার ৪৪৩ জন করোনা মুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।
যুক্তরাষ্ট্রে করোনায় মোট ৪০ হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৫৫ হাজার ১৬২ জন, এদের মধ্যে করোনামুক্ত হয়েছেন ৬৮ হাজার ৮২২ জন। এরপরেই সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ ইতালি, এখানে ২৩ হাজার ৬৬০ জন মারা গেছেন, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৯৭২ জন। এরপরে স্পেনে মারা গেছেন ২০ হাজার ৪৫৩ জন, আক্রান্ত ১ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন। ফ্রান্সে মারা গেছেন ১৯ হাজার ৩২৩ জন, আক্রান্ত ১ লাখ ৫১ হাজার ৭৯৩ জন। যুক্তরাজ্যে মারা গেছেন ১৬ হাজার ৬০ জন, আক্রান্ত হয়েছে ১ লাখ ২০ হাজার ৬৭ জন। ইরানে মারা গেছেন ৫ হাজার ১১৮ জন, আক্রান্ত হয়েছে ৮২ হাজার ২১১ জন। ভারতে মারা গেছেন ৫৬৬ জন, আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬১৫ জন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট