চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

দেশে জ্বর-সর্দি- শ্বাসকষ্ট নিয়ে ৯ দিনে ৭৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

১৯ এপ্রিল, ২০২০ | ৬:২৪ অপরাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার বিকেল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া গত ৯ দিনে একই উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছেন ৭৭ জন।

এর মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে শনিবার সকালে অন্তঃসত্ত্বা এক নারী মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিন ভোরে গোপালগঞ্জ সদরের হরিদাসপুর এলাকায় পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি, সকালে রাজশাহী সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালের আইসোলেশনে নাটোরের এক কলেজছাত্র এবং দুপুরে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এক তরুণ (৩৫) ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যক্তি মারা গেছেন।

তা ছাড়া গত শুক্রবার বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে সাভারের কাউন্দিয়া এলাকার এক বৃদ্ধ ও সকালে কুমিল্লার হোমনায় সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়।

করোনা প্রাদুর্ভাবের মধ্যে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মৃতদের করোনা আক্রান্ত হিসেবে সন্দেহ করা হয়ে থাকে। যার কারণে তাদের দাফনেও সৃষ্টি হয় জটিলতা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট