চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বেনজীর আহমেদ পুলিশের আইজি, আব্দুল্লাহ আল মামুন র‌্যাবের ডিজি

নিজস্ব প্রতিবেদক

৮ এপ্রিল, ২০২০ | ৬:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশের নতুন আইজি হিসেবে নিয়োগ পেয়েছেন র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ। একইসাথে র‌্যাবের মহাপরিচালক হিসেবে তার স্থলাভিষিক্ত হচ্ছেন সিআইডি’র প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আজ বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের পদায়নের তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের আইজির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নতুন আইজি নিয়োগের জন্য দ্রুত সারসংক্ষেপ পাঠাতে মন্ত্রী ও সচিবকে নির্দেশনা দেন। এরপর গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরী, যুগ্মসচিব (পুলিশ-১) ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস, উপ-সচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাসকে নিয়ে এক বৈঠকে সারসংক্ষেপ তৈরি করেন।

পরে মঙ্গলবার দুপুরের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাস গণভবনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে সারসংক্ষেপ পৌঁছে দেন। এরপর এই সারসংক্ষেপ অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গতঃ বর্তমান আইজিপি জাবেদ পাটোয়ারীর মেয়াদ আগামী ১৩ এপ্রিল শেষ হয়ে যাচ্ছে। তার স্থলে পুলিশের ৩০তম আইজি হিসেবে র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদকে ও বর্তমান সিআইডি প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র‌্যাবের ডিজি হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান আইজিপি ড. জাবেদ পাটোয়ারীকে মধ্যপ্রাচ্যের একটি দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হতে পারে বলেও জানা গেছে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট