চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ফাইল ছবি

দীর্ঘদিন কারান্তরীণ-লঘু অপরাধে দণ্ডিতদের মুক্তি দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

৬ এপ্রিল, ২০২০ | ৯:৫৫ অপরাহ্ণ

দীর্ঘদিন কারাগারে থাকা ও লঘু অপরাধে দণ্ডিত আসামিদের মুক্তির নীতিমালা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  হত্যা, ধর্ষণ ও এসিড মামলার অভিযুক্ত আসামিদের এই নীতিমালায় মুক্তি দেয়া হবে না। আজ সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানা গেছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান , দীর্ঘদিনের বন্দি আসামিদের মুক্তি দিতে একটি প্রক্রিয়া ঠিক করার বিষয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে আমরা কাজ করছি। এ সময় এছাড়াও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মাস্ক ও পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বানায় এমন কারখানাগুলো খোলা রেখে বাকিগুলো বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। সেইসাথে দেশের যেসব অঞ্চলে করোনা আক্রান্ত রোগী বেশি সেই সব অঞ্চল লকডাউন করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

কারাগারে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে তালিকা তৈরি করে আইনের দৃষ্টিতে লঘুদণ্ড প্রাপ্ত আসামিদের মুক্তি ব্যবস্থা করছে সরকার।

 

 

 

পূর্বকোণ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট