চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৮ হাজার ছাড়ালো

৬ এপ্রিল, ২০২০ | ২:৫০ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মারা গেছে ৬৮ হাজার ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১২ লাখ ৫৪হাজারের ৩৫২ জন মানুষ। গতকাল শনিবার (৫ এপ্রিল) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্টে তিন লাখ সাতাশ হাজার ৯২০ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। গতকালের ৮৭৪ জনের মৃত্যুতে দেশটিতে মোট মারা গেছে ৯ হাজার ৩২৬ জন।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ২৮ হাজার ৯৪৮ জন এবং মারা গেছে ১৫ হাজার আটশ ৮৭জন। তন্মধ্যে গতকালও ৫২৫ জনের মৃত্যু হয়েছে। স্পেনে করোনায় মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়ালেও গতকালের ৪৭১ মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা ১২ হাজার ৪১৮। আক্রান্ত এক লাখ ৩০ হাজার ৭৫৯ জন। এছাড়া ইরানে গতকালের ১৫১ মৃত্যুতে মোট মারা গেছে তিন হাজার ৬০৩জন। আক্রান্ত হয়েছে ৫৮ হাজার ২২৬ জন।
গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এ ভাইরাসের সংক্রমণ দেখা যায়। এরপর ধীরে ধীরে ভাইরাসটি বৈশ্বিক মহামারী আকারে বিশ্বের ২০৮ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট