চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আজ থেকে ঢাকায় প্রবেশ ও বের হওয়া বন্ধ

অনলাইন ডেস্ক

৫ এপ্রিল, ২০২০ | ৫:০৯ অপরাহ্ণ

আজ থেকে ঢাকায় কাউকে ঢুকতে ও বের হতে দেবে বলে জানিয়েছেন পুলিশ। শুধুমাত্র জরুরি সেবা ছাড়া বাকিরা এই নিষেধাজ্ঞার ভিতর থাকবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

রবিবার ( এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকে রাজধানী কেন্দ্রিক সাধারণ মানুষের আগমনবহির্গমন বন্ধ থাকবে। সে অনুযায়ী পরবর্তী সরকারি নির্দেশ না দেওয়া পর্যন্ত জরুরি সেবা ব্যতীত সাধারণ জনগণকে ঢাকায় প্রবেশ অথবা ত্যাগ করতে দেওয়া হচ্ছে না।

একইসঙ্গে জনগণের জীবন যাত্রা স্বাভাবিক রাখার জন্য যেকোনো জরুরি প্রয়োজন ব্যতীত এককভাবে বা দলবদ্ধভাবে বাইরে ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যে যেখানে আছেন, সেখানে অবস্থান করবেন, কোথাও সমবেত হতে পারবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্বাস্থ্য সুরক্ষা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তবে একান্ত জরুরি প্রয়োজন থাকলে তার বা তাদের বিষয়টি শিথিলযোগ্য হতে পারে।

তিনি জানান, বাংলাদেশ পুলিশ সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা জনগণের ঘরে অবস্থানের বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করছে।

অবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ স্বাস্থ্যবিধি মেনে চলতে সংশ্লিষ্ট করতে সকলেকে অনুরোধ জানানো হয়েছে।

 

পূর্বকোণ/পিআর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট