চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দেশে করোনায় ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯

অনলাইন ডেস্ক

৪ এপ্রিল, ২০২০ | ১২:৩৩ অপরাহ্ণ

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

শনিবার করোনাভাইরাস নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

ব্রিফিংয়ে বলা হয়, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। আক্রান্তদের মধ্যে আরও দুজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।

ডা. ফ্লোরা আরও জানান, সর্বশেষ যে দু’জনের মৃত্যু হয়েছে তাদের একজন গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন। আরেকজন আগেই শনাক্ত হয়েছিলেন। এদের মধ্যে একজনের বয়স ৯০ বছর ও আরেকজনের ৬৮ বছর।

তিনি জানান, নতুন শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে দু’জন শিশু, যাদের বয়স ১০ বছরের কম। অন্যদের মধ্যে তিনজনের বয়স ২০-৩০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৫০-৬০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে ও একজনের বয়স ৯০ বছর। এই ৯ জনের মধ্যে পাঁচজন করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংস্পর্শে ছিলেন, দু’জন ছিলেন প্রবাসীর সংস্পর্শে। বাকি দু’জনের সংক্রমণের ইতিহাস জানা যায়নি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট