চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে ঘোরাঘুরি, ২৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক

২ এপ্রিল, ২০২০ | ৮:৪১ অপরাহ্ণ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে বাইরে বের হওয়ার অভিযোগে চাঁপাইনবাগঞ্জে ২৫ জনকে আটক ও ৫৩ জনকে জরিমানা করেছে প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর পর্যন্ত জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় একযোগে অভিযান চালায় পুলিশ ও উপজেলা প্রশাসন।

এ বিষয়ে সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, ‘সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশের কয়েকটি দল। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে বাইরে অবস্থানকারী ২৫ জনকে আটক করা হয়।  এসময় জব্দ করা হয়েছে  শতাধিক যানবাহন’।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আক্তার জানান, ‘উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে ৫৩ জনকে জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে বাড়ির বাইরে অপ্রয়োজনে আর বের না হওয়ার জন্য সতর্ক করা হয়’।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ১১ এপ্রিল পযর্ন্ত সাধারণ ছুটি ২য় দফায় বাড়ালেও সাধারণ জনগণ সরকারের নির্দেশনা অমান্য করে বাইরে বের হচ্ছে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে এ তৎপরতা চলমান থাকবে বলেও জানানো হয়।

 

 

 

পূর্বকোণ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট