চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কিশোরগঞ্জে সামাজিক বিচ্ছিন্নতা না মানায় ২৬ জনকে জরিমানা

অনলাইন ডেস্ক

১ এপ্রিল, ২০২০ | ৩:৪৭ অপরাহ্ণ

কিশোরগঞ্জের ভৈরবে সামাজিক বিচ্ছিন্নতা না মানায় ২৬ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। তিনি পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা জানান, করোনাভাইরাসের মহামারী ঠেকাতে দেশব্যাপী সরকারি সিদ্ধান্তের সামাজিক বিচ্ছিন্নতা অবস্থা ভেঙে এইসব ব্যক্তি বাড়ির বাইরে বের হয়ে রাস্তা-ঘাটে অবাধে চলাচল করায় ২৬ ব্যক্তিকে ৩২ হাজার  টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, এখন থেকে দিনভর এমন অভিযান শহর ও গ্রামাঞ্চলে অব্যাহত থাকবে। বিশেষ প্রয়োজন ছাড়া যাকে ঘরের বাইরে পাওয়া যাবে, তাকেই জরিমানা করা হবে। চায়ের দোকানসহ লোক সমাগম করে আড্ডা দিলেই জরিমানাসহ অন্যান্য দণ্ড দেওয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট