চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

শেষ হল পদ্মা সেতুর পিয়ারের কাজ

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২০ | ১০:৫৬ অপরাহ্ণ

বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। বাংলাদেশও এর মরণছোবল থেকে বাদ যায়নি। আর এমন মহামারী মধ্যেই চলছে পদ্মা সেতুর কাজ। সেতুর সর্বশেষ পিয়ারের কাজ আজ মঙ্গলবার (৩১ মার্চ) শেষ হয়েছে। সম্পূর্ণ নিজস্ব অর্থয়ানে তৈরি হতে যাওয়া এ সেতুর অন্যতম চ্যালেঞ্জিং কাজ ছিল প্রমত্তা পদ্মা নদীতে পিয়ার তৈরি করা। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্ধারিত সময়ের আগেই ৪২টি পিয়ারের মধ্যে সর্বশেষটির কাজ শেষ হয়েছে আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে। পদ্মা সেতুর একাধিক প্রকৌশলী এ খবর নিশ্চিত করেছেন।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার শাওন জানান, সর্বশেষ পিয়ারের কাজ আজ শেষ হতে যাচ্ছে দেখে অসম্ভব ভালো লাগছে। কারণ সাব-স্ট্রাকচার অংশের এই কাজটা অনেক চ্যালেঞ্জিং ছিল। একসময় পদ্মা সেতুর পিয়ার তৈরিতে নদীর মাটির জটিলতার কারণে কিছু সমস্যা হয়েছিল। পরে নকশায় কিছু পরিবর্তন এনে সেই সমস্যা দূর করা হয়। তবে, আমি সব সময় বিশ্বাস করেছি সমস্যার কোনো না কোনো সমাধান পাওয়া যাবেই।’

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, ‘প্রায় সাড়ে চার হাজার কর্মীর মধ্যে তিন হাজার কর্মী কাজে আসতে পারছেন না। বর্তমানে কনস্ট্রাকশন ইয়ার্ডে রয়েছেন দেড় হাজারের মতো কর্মী। যদিও করোনাভাইরাসের কারণে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে কাজ করছি, কিন্তু আমরা ১৫০০ কর্মী দুই সপ্তাহের বেশি সময় ধরে কনস্ট্রাকশন ইয়ার্ডের মধ্যেই আছি, বাইরে যাচ্ছি না।’

প্রসঙ্গতঃ পদ্মা সেতুর নির্মাণ কাজ ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয়। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি (এমবিইসি)মূল সেতু নির্মাণের কাজ করছে। একই সাথে চীনা আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন নদীশাসনের কাজ করছে।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট