চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২ বাংলাদেশি করোনায় আক্রান্ত

দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

৩০ মার্চ, ২০২০ | ১১:৩৮ পূর্বাহ্ণ

দিনাজপুরের বিরামপুর উপজেলায় করোনাভাইরাস উপসর্গ নিয়ে ফরহাদ হোসেন অপি (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জজবানী ইউনিয়নের তফসি গ্রামের বাসিন্দা। আজ সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, মৃত্যুর সময় তাহের উদ্দিনের সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছিল। আমরা পুরোপুরিভাবে নিশ্চিত নই যে তিনি করোনায় মারা গেছেন।

তাহের উদ্দিন কুমিল্লা জেলায় ইতালিফেরত প্রবাসীর বাড়িতে কাজ করতেন। সম্ভবত সেখান থেকেই তিনি করোনা আক্রান্ত হতে পারেন। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) বিষয়টি জানিয়েছি। তারা মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করবেন। এছাড়া তাহেরের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছি। তাহের উদ্দিনের বসবাসরত পুরো গ্রামটিকে কোয়ারেন্টাইনে আনার চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি।

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট