চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

মানিকগঞ্চে জ্বর-কাশিতে শ্বশুরের পর পুত্রবধূর মৃত্যু

অনলাইন ডেস্ক

২৯ মার্চ, ২০২০ | ৫:৩৩ অপরাহ্ণ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌচা-বড়ইচড়া গ্রামে জ্বর-সদি ও শ্বাসকষ্ট নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে ঘিওর উপজেলার মুন্নু হাসপাতালে মৃত্যুর পর ওই গ্রাম লকডাউন করা হয়। এ ঘটনায় ওই গ্রামটিকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

সুচিত্রা সরকার হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের বড়ইছড়া গ্রামের মুদি দোকানদার নিতাই সরকারেরর স্ত্রী।

এদিকে মৃত ওই নারীর তিন বছরের মেয়েও একই উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে। ওই পরিবারের সঙ্গে কথা বলে দুপুর ১২টা থেকে ওই গ্রামটি লকডাউন করা হয়। ওই নারীর নমুনা সংগ্রহে করে আইইডিসিআরে পাঠানো হয়েছে বলেন জানান ইউএনও।

আনোয়ারুল আমিন আখন্দ বলেন, নির্দেশনা অনুযায়ী ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হওয়ার জন্য ইতোমধ্যে নমুনা সংগ্রহ করা হযেছে। দ্রততম সময়ের মধ্যে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, মৃতের পরিবারের সদস্য এবং তাদের নিকটতম প্রতিবেশীদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট