চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে নিহত ৬  

অনলাইন ডেস্ক

২৮ মার্চ, ২০২০ | ৩:১২ অপরাহ্ণ

টাঙ্গাইলে সিমেন্টভর্তি ট্রাক উল্টে খাদে পড়ে ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের কান্দিলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহততের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়ার দুপচাচিয়া উপজেলার কাদের মিয়ার ছেলে আলেক মিয়া (৪০)ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জুলহাস উদ্দিন (৫০)।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সিমেন্টবোঝাই ট্রাকটি ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। এতে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। এই ঘটনায় আহত হন ১১ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।

তিনি বলেন, নিহত ও আহতরা সিমেন্টভর্তি ট্রাকে যাত্রী হিসেবে রংপুর যাচ্ছিল। তাদের অনেকের বাড়ি রংপুর জেলায়। তারা ঢাকার বিভিন্ন স্ট্যান্ড থেকে ট্রাকে উঠছিলেন। যাত্রীবাহী বাস বন্ধ থাকায় তারা কম টাকা দিয়ে সিমেন্টভর্তি ট্রাকে চড়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট