চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

রাজধানীতে ৫৪ ভবনে পুলিশের রেড মার্ক

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২০ | ৯:৫০ অপরাহ্ণ

রাজধানীর ৫৪টি ভবনকে রেড মার্ক করেছে পুলিশ। ওই ভবনগুলো থেকে কেউ বের হতে পারবেন না ও বাইরে থেকে কেউ ওই ভবনগুলোতে প্রবেশ করতে পারবেন না। চিহ্নিত ভবনগুলো মোহাম্মদপুর এলাকার কাদেরাবাদ হাউজিং, মোহাম্মদিয়া হাউজিং, চান মিয়া হাউজিং, নবোদয় হাউজিং, ঢাকা উদ্যানসহ এই এলাকাগুলোতে অবস্থিত।

মোহাম্মদপুর থানা পুলিশের ওসি আব্দুল লতিফ সন্ধ্যায় বলেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর-এর পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে একটি তালিকা পাঠানো হয়েছে। সে তালিকানুযায়ী আমরা মোহাম্মদপুরের ৫৪টি ভবনকে রেড মার্ক করেছি।

তিনি বলেন, এসব ভবনের ব্যক্তিরা করোনাভাইরাসের জন্য পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা নেয়ার পর ঠিকানাগুলো পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছিল। পুলিশ সদর দপ্তর থেকে আমাদেরকে ভবনগুলোর প্রতি নজর রাখতে বলা হয়েছে। ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ রেড মার্ক করতে বলা হয়েছে।

আব্দুল লতিফ বলেন, যেন ওই ভবনগুলোর মানুষ বাইরে অবাধে চলাফেরা না করতে পারে এই কারণেই নজর রাখতে বলা হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। এক কথায় তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলেও জানান মোহাম্মাদপুর থানা পুলিশের ওই কর্মকর্তা।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট