চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

করোনা মোকাবেলায় চীন থেকে এল কিট-পিপিই

নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ, ২০২০ | ৬:৪৬ অপরাহ্ণ

চীন সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসাসামগ্রী সহায়তা দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় করোনাভাইরাস মোকাবিলায় ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই ও এক হাজার থার্মোমিটার এসেছে বাংলাদেশে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে চীনের একটি কার্গো উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে। পরে এসব চিকিৎসা সরঞ্জাম চীন দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে বাংলাদেশের কর্তৃপক্ষকে হস্তান্তর করেন।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট