চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আদেশ বাতিল

অনলাইন ডেস্ক

২৬ মার্চ, ২০২০ | ৩:১৫ অপরাহ্ণ

দেশের হাসপাতালগুলোতে রোগীর চিকিৎসায় যথাযথ ব্যবস্থা না নিলে ভুক্তভোগীকে বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী বা ওসিকে জানানোর নির্দেশনা দিয়ে বুধবার (২৫ মার্চ) বিজ্ঞপ্তি জারি করেছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রোকেয়া খাতুন। এবার সেই আদেশটি আবার বাতিল করে বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য সেবা বিভাগ।

বিজ্ঞপ্তি প্রকাশের পর বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন তা প্রত্যাহারের দাবি জানায়। না হলে গণপদত্যাগের ঘোষণাও দেন সরকারি চিকিৎসকরা।

নতুন দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের হাসপাতালগুলোতে রোগীর চিকিৎসায় যথাযথ ব্যবস্থা না নিলে ভুক্তভোগীকে বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলাবাহিনীকে জানানোর আদেশটি বাতিল করা হলো। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রোকেয়া খাতুন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সকল পর্যায়ের হাসপাতালে সাধারণ রোগীর প্রাথমিক ও জরুরি চিকিৎসা এবং নতুন রোগীকে হাসপাতালে ভর্তি করাসহ যাবতীয় রোগীদের চিকিৎসা সেবা দিতে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশন দেয়া হয়। কোনো হাসপাতাল কর্তৃপক্ষ এ নির্দেশ অমান্য করলে ভুক্তভোগীকে তাৎক্ষণিকভাবে স্থানীয় সেনাবাহিনীর টহল পোস্টে দায়িত্বরত কর্মকর্তা অথবা নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিল, লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত আদেশ জারি করা হবে বলেও জানানো হয় নতুন বিজ্ঞপ্তিতে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট