চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এবার লকডাউন ফরিদপুরের দুই ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২০ | ৬:৪৩ অপরাহ্ণ

ঢাকা বিভাগের অর্ন্তগত ফরিদপুরে করোনাভাইরাসের সংক্রামণ ঠেকানোর লক্ষ্যে জনসমাগম এড়াতে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক অতুল সরকার আজ সোমবার (২৩ মার্চ) সকালে এ গণবিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাপ্তাহিক হাট-বাজার, আবাসিক হোটেল, শপিংমল, বাণিজ্য কেন্দ্র, রেস্টুরেন্ট, পার্ক, মেলা, সামাজিক ও ধর্মীয় সব অনুষ্ঠান, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, চায়ের দোকানে আড্ডাসহ জনসমাগম বন্ধ থাকবে। তবে স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে জেলা-উপজেলার খাদ্যসামগ্রী ও ওষুধের দোকান, মুদি দোকান, কাঁচাবাজার, চিকিৎসাপ্রতিষ্ঠান দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিদেশ থেকে ফিরে যেসব প্রবাসী হোম কোয়ারেন্টাইন মানছেন না তাদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখন পর্যন্ত ফরিদপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। তবে ১ হাজর ৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এর আগে মাদারীপুরের শিবচর উপজেলা ইতোমধ্যে লকডাউন করা হয়েছে। ফরিদপুরের জেলার সদরপুর উপজেলার চরমানাইর ও চর নাছিরপুর ইউনিয়ন শিবচর উপজেলাসংলগ্ন এলাকা হওয়ায় ওই দুটি ইউনিয়ন গত সোমবার (২৩ মার্চ) লকডাউন করে স্থানীয় প্রশাসন।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট