চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

করোনা: সারাদেশে লোকাল, কমিউটার ও মেইল ট্রেন বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

২৪ মার্চ, ২০২০ | ১২:১৯ অপরাহ্ণ

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে আগেই টিকেট বিক্রি হওয়ার কারণে এখনো আন্তঃনগর ট্রেন চালু রাখা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে বিভাগের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মিয়া জাহান।

তিনি জানান, সোমবার মধ্যরাত থেকে এ নির্দেশ জারি করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত নির্দেশনা বলবৎ থাকবে। আগেই টিকেট বিক্রি হওয়ার কারণে বর্তমানে শুধু আন্তঃনগর ট্রেন চালু রয়েছে। মিয়া জাহান বলেন, আন্তঃনগর ট্রেন বন্ধের ব্যাপারে মঙ্গলবার একটি সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। আগামী ২৬ মার্চ সরকারি ছুটি, ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সে সাথে ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। করোনাভাইরাসের বিস্তৃতি রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট