চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

করোনাযুদ্ধে ভাড়াটিয়াদের সহমর্মী হলেন বাড়িওয়ালা

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২০ | ১১:১১ অপরাহ্ণ

ভাড়াটিয়াদের দুই মাসের ঘরভাড়া মওকুফ করে দিয়েছেন ঢাকার এক বাড়িওয়ালা। শিউলী হাবিব নামের ওই বাড়িওয়ালা একটি ট্রাভেল এজেন্সির মালিক। ভাড়া মওকুফের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমার ভাড়াটিয়ারা দিনমজুর। করোনার কারণে মানুষ সব ঘরবন্দি হয়ে যাচ্ছে, তাদের কাজও কমে গেছে। এখন তারা নিজেরা খাবে নাকি আমাকে বাসার ভাড়া দিবে? এসব ভেবেই আমি তাদের জন্য মার্চ-এপ্রিলের মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি।’

রাজধানীর জুরাইনের দারোগাবাড়ি ১ নম্বর সড়কের বাড়ির ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ নিয়ে শিউলী হাবিবের ফেসবুক পোস্টটি ভাইরাল হয়েছে। ফেসবুকে পোস্ট করা নিয়ে তিনি বলেন, ‘স্বামীর পীড়াপীড়িতে এটা নিয়ে ফেসবুকে লিখেছি। আমার স্বামীর যুক্তি ছিল, এটা দেখে দেশের আরও অনেক বাড়ির মালিক উদ্বু্দ্ধ হবেন। তারাও এগিয়ে আসবে ভাড়াটিয়াদের পাশে।’

শুধু ভাড়া মওকুফই নয়, নিজের বাসার গৃহকর্মীদের জন্যও করোনাভাইরাসের এই সময় জরুরি ব্যবস্থা নিয়েছেন শিউলী হাবিব। নিজের দুই গৃহকর্মীকে তিনি একমাসের ছুটি দিয়েছেন। সঙ্গে দিয়ে দিয়েছেন বেতন এবং এক বস্তা করে চাল। কাজ করতে বাসায় আসার পথে সেই গৃহকর্মীরা আক্রান্ত হতে পারেন করোনায়। তাদের মাধ্যমে বাসায় ছড়াতে পারে এই মারাত্মক ভাইরাস। তাই এই চমৎকার এবং প্রশংসনীয় উদ্যোগটি নিয়েছেন শিউলী হাবিব।

 

 

 

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট