চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

যেসব ভিত্তিহীন পরামর্শে আদৌ কান দেবেন না
যেসব ভিত্তিহীন পরামর্শে আদৌ কান দেবেন না

করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪ জন

অনলাইন ডেস্ক

১৮ মার্চ, ২০২০ | ৪:৪৫ অপরাহ্ণ

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত চারজনের একজন নারী ও তিনজন পুরুষ। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।

বুধবার (১৮ মার্চ) বিকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। সেসময় তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর। এরপর ১৪ মার্চ শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও দুজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানান। পরবর্তীতে সোমবার তিনজন এবং মঙ্গলবার আরও দুজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যুর খবর দিয়েছে আইইডিসিআর। তিনি কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে জানানো হয়। 

আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয় আক্রান্তদের সবাই বিদেশ ফেরত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট