চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গাজীপুরে কোয়ারেন্টাইনে রাখা এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

১৮ মার্চ, ২০২০ | ১:৩৩ অপরাহ্ণ

গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি ইতালিফেরত বলে জানা গেছে। বিদেশফেরত যে ৪৮ জনকে গাজীপুরের পূবাইলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সেখান থেকে আটজনকে ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষার পর তাদের একজনের এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

বুধবার (১৮ মার্চ) গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুরের সিভিল সার্জন জানান, গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে আমরা এটা নিশ্চিত হয়েছি।

আক্রান্ত ব্যক্তিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েনে সিভিল সার্জন খায়রুজ্জামান।

এ নিয়ে বাংলাদেশে মোট করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১১ জনে। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে উঠেছেন।

এর আগে গাজীপুরের পূবাইলে ইতালি ফেরত ৪৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়। সেখান থেকে দুদিনে ৮ জনকে উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট