চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আরও ২ জনের শরীরে করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

১৭ মার্চ, ২০২০ | ১:০৬ অপরাহ্ণ

বাংলাদেশে নতুন করে ভাইরাসে (কোভিড-১৯) আরও দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) তাদের নিয়মিত প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানায়।

এদের মধ্যে একজন ইতালি থেকে আসা। আরেকজন যুক্তরাষ্ট্র থেকে আসা এক ব্যক্তির সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০।

আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘করোনাভাইরাসে নতুন করে দুজন পুরুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ‌্যে একজন বিদেশ থেকে এসেছেন। আরেকজন বিদেশ থেকে আসা এক ব্যক্তির সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। বিদেশ থেকে আসা ওই ব্যক্তি কোয়ারেনটাইনে রয়েছেন।’

তিনি বলেন, সংবাদ সম্মেলনে করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বাড়ির বাইরে বের হলে সবার কাছ থেকে অন্তত ১ মিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ’

 

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট