চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মুজিববর্ষ উদযাপনে বিজিএমইএ দিলো ৯০ হাজার টিশার্ট

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২০ | ৬:২৪ অপরাহ্ণ

পোশাক মালিকদের সংগঠন-বিজিএমইএ মুজিববর্ষ উদযাপনে লাল-সবুজ রঙের ৯০ হাজার টিশার্ট ও পলো টিশার্ট দিয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান কামাল আবদুল নাসের চৌধুরীর হাতে আজ রবিবার (১৫ মার্চ) সকালে এসব টিশার্ট তুলে দেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

টিশার্ট হস্তান্তর অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, ‘এখন আমরা করোনাভাইরাসের উৎপাতে একটু পরাস্ত। কাটছাঁট হয়েছে মুজিববর্ষের অনুষ্ঠানেও। আমরা লাল-সবুজের টিশার্টের মধ্য দিয়ে মুজিব ও দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ হবো। সকলের মধ্যে মুজিব বেঁচে থাকুক।’

তিনি বলেন, ‘এখন পোশাক খাতে ভীষণ কষ্টের সময় যাচ্ছে, সংগ্রামের সময় যাচ্ছে। আমরা আশা করি, জাতির জনকের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা (পোশাক খাত) বেঁচে থাকবো এবং টিকে থাকবো।’

এ সময় কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান মুজিববর্ষ উদযাপনে এগিয়ে আসছে। বিজিএমইএ ৯০ হাজার টি-শার্ট দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এসব টিশার্ট পরার কথা ছিল। সেখানে বর্ণাঢ্য পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সারাবিশ্বই এখন উদ্বিগ্ন। এখন সমাবেশে না গিয়ে আমরা অনুষ্ঠানসূচি ভিন্নভাবে সাজাচ্ছি। আমাদের পুরো বছরজুড়ে নানা আয়োজন থাকবে। এসব টিশার্ট সেসব বিতরণ করা হবে।’

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট