চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

দিল্লিতে কোয়ারেন্টাইনে থাকার পর ফিরলেন ২৩ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

১৪ মার্চ, ২০২০ | ৫:৫৯ অপরাহ্ণ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৪ দিন দেশে ফিরেছেন ২৩ বাংলাদেশি। স্বাস্থ্য ছাড়পত্র অনুযায়ী তারা কেউ করোনা আক্রান্ত নন।

আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় তাদের বহনকারী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ বেলা তিনটার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এয়ারলাইনসের অনলাইন ফ্লাইট ইনফরমেশন আপডেট এ তথ্য নিশ্চিত করে।

তাদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেছে, কেউ করোনাভাইরাস থেকে সৃষ্ট ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত নন। ওই বাংলাদেশিদের পরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও ডেপুটি হাইকমিশনার এটিএম রকিবুল হক ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান। বাংলাদেশিরা ক্যাম্পে কোয়ারেন্টিনে থাকাকালে ওই ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিল।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে বেশ কয়েকজন ভারতীয়ের সঙ্গে করোনাভাইরাসের কেন্দ্রস্থল চীনের উহান থেকে তাদের সরিয়ে নেওয়া হয়েছিল। এরপর এদের ভারত সরকার ১৪ দিন কোয়ারেন্টইনে নিয়ে যায়।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট