চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ইতালিফেরত যাত্রীদের কারো দেহে করোনার লক্ষণ নেই: আইইডিসিআর

অনলাইনে ডেস্ক

১৪ মার্চ, ২০২০ | ২:৪৫ অপরাহ্ণ

ইতালি থেকে ফেরা বাংলাদেশিদের প্রাথমিকভাবে পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে আইইডিসিআর। খবর ইউএনবির

শনিবার (১৪ মার্চ) রাজধানীর মহাখালীতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

এর আগে সকালে ইতালি থেকে ১৪২ যাত্রী নিয়ে দেশে ফিরেন একটি বিমান। তাদের আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনের (রোগ সংক্রমণ রোধের জন্য পৃথক রাখার ব্যবস্থা) জন্য পাঠানো হয়েছে।

ডা. ফ্লোরা বলেন, ‘আজ সকালে ইতালির ভেনেটো এলাকার ভেনিস বিমানবন্দর থেকে ১৪২ জন বাংলাদেশি দেশে পৌঁছেছেন। প্রাথমিকভাবে তাদের পরীক্ষা করা হয়েছে এবং করোনাভাইরাসের কোনো লক্ষণ দেখা যায়নি।’

বিদেশ থেকে আর কাউকে দেশে না আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা সবাইকে বাংলাদেশে না আসার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ও এ পরামর্শ দিয়েছে।’

আইইডিসিআর পরিচালক জানান, ‘গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে তাদের কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।’

প্রসঙ্গত, করোনাভাইরাস থেকে সৃষ্ট প্রাণঘাতী ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৬ জনে। ওয়ার্ল্ডওমিটার্সের (https://www.worldometers.info/coronavirus/) তথ্যানুসারে, সারা বিশ্বে শনিবার পর্যন্ত এ রোগে বিশ্বব্যাপী ১ লাখ ৪৫ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭২ হাজার ৫৩১ জন (মোট আক্রান্তের ৯৪ শতাংশ) পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া ৬৭ হাজার ৮৪৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট