চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনাভাইরাস : ‘হোম কোয়ারেন্টাইনে’ চাঁদপুরের বিদেশফেরত ৬০৮ জন

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২০ | ৭:৩৩ অপরাহ্ণ

চাঁদপুরে বিদেশফেরত ৬০৮ জনকে বাড়িতে করোনাভাইরাস থেকে সতর্কতার জন্য কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের কোয়ারেন্টাইনের থাকার নির্দেশের এ তথ্যের সত্যতা চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিভিন্ন দেশ থেকে চাঁদপুরে এ পর্যন্ত ফিরেছেন ৬০৮ জন। করোনাভাইরাস থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজ নিজ বাড়িতে নিজ দায়িত্বে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে তাঁদের প্রত্যেককে।

চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় বিদেশ থেকে চাঁদপুরে ফেরা ৪৮০ জনের একটি তালিকা প্রকাশ করেছে। তাঁদের বেশিরভাগই এসেছেন সৌদি আরব, দুবাই, লেবানন, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন ও ইতালি থেকে। বেশ কয়েকজন এসেছেন লিবিয়া, স্পেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আমেরিকা থেকে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, তালিকায় আরও নাম যুক্ত হবে। উপজেলা পর্যায় থেকে নামগুলো সংগ্রহ করা হচ্ছে।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট