চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশে করোনাভাইরাসের আক্রমণ হতে পারে ‘যেকোনো স্থান’ থেকে

নিজস্ব প্রতিবেদক

৪ মার্চ, ২০২০ | ৬:৪৮ অপরাহ্ণ

চলমান প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়েছে। ফলে সেটি ‘যেকোনো স্থান’ থেকে করোনাভাইরাস (কভিড-১৯) বাংলাদেশকে আক্রমণ করতে পারে বলে সতর্ক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

একই সাথে তিনি বাংলাদেশের বন্দরে থার্মাল স্ক্যানার বসিয়ে প্রস্তুত হওয়ার পরামর্শও দিয়েছেন। কেরানীগঞ্জের পানগাঁও জাজিরায় স্থাপিত প্রকল্প কার্যালয় আয়োজিত আজ বুধবার (৪ মার্চ) সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন।

চীনের পাশাপাশি বাংলাদেশকে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। গতকাল দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ২৫টি দেশ কভিড-১৯ এর উচ্চ ঝুঁকিতে রয়েছে। দেশগুলো হলো: আফগানিস্তান, এঙ্গোলা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরাক, কাজাখস্তান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, ফিলিপাইন, তুর্কমিনিস্তান, উজবেকিস্তান, জাম্বিয়া, জিম্বাবুয়ে, মিয়ানমার, কম্বোডিয়া, ইথিওপিয়া, কিরঘিজ প্রজাতন্ত্র, লাও, মঙ্গোলিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট