চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণ: বাংলাদেশি আহত
মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণ: বাংলাদেশি আহত

মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণ: বাংলাদেশি আহত

অনলাইন ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৫২ অপরাহ্ণ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে  বৃহস্পতিবার স্থলমাইনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফরিদুল আলম (৩৫) নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আহত ফরিদুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে একটি বিদেশি দাতব্য সংস্থার হাসপাতালে ভর্তি করিয়েছেন।  ফরিদুল কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহবিল তুলাতলী গ্রামের গোরা চান মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ইকবাল বাহার জানান, ফরিদুল প্রতিবেশী অন্যদের সঙ্গে সীমান্তের পাহাড়ি জঙ্গলে ফুলের ঝাড়ু সংগ্রহ করতে যান। ঝাড়ু সংগ্রহ করে ফেরার পথে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে সঙ্গে থাকা অন্যরা অক্ষত থাকলেও ফরিদুল আলম মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন বলে উদ্ধারকারী লোকজনের বরাত দিয়ে তিনি জানান। জানা গেছে, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের ৩৯ ও ৪০ নম্বর সীমানা পিলারের মাঝামাঝি নো-ম্যান্স ল্যান্ডে এ স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট