চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ধর্মীয় অনুভূতিতে ‘আঘাত’: নিষিদ্ধ দুই বই

অনলাইন ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৩৬ অপরাহ্ণ

ধর্মীয় অনুভূতি ও ব্যক্তি স্বাধীনতায় ‘আঘাতের’ অভিযোগে দুটি বইয়ের প্রকাশ, বিক্রি, বিতরণ ও বিপণন নিষিদ্ধ ঘোষণা করেছে হাইকোর্ট।  আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বই দুটির নাম ‘দিয়া আরেফিন’ এবং ‘দিয়া আরেফিন’র নানীর বাণী’। বই দুইটির লেখকের নাম দিয়ার্ষি আরাগ। সৃষ্টিঘর প্রকাশনা থেকে বই দুটি প্রকাশ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে এই নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া একুশে বইমেলা থেকে বই দুটি সরিয়ে নিতে বাংলা একাডেমির মহাপরিচালককে বলা হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী আজহারুল্লাহ ভূঁইয়া ধর্মীয় অনুভূতি ও ব্যক্তি স্বাধীনতা আঘাতের অভিযোগ এনে বই দুটি আদালতের নজরে আনেন।

তার মতে, বই দুটিতে ব্যক্তির ধর্ম বিশ্বাস, ব্যক্তির চিন্তা এবং ব্যক্তির পোশাক পরিধানের স্বাধীনতার ওপর ‘আঘাত করা হয়েছে’। কারণ দুটি বইয়ে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত, ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী ও বিদ্বেষমূলক’ লেখা রয়েছে। এ বিষয়ে আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, বই দুটি নিয়ে আইনজীবীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি আমাকে অবগত করায় হাইকোর্টের নজরে নেয়া হয়।

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট