চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জানালো আইইডিসিআর বাংলাদেশের পশুপাখিতে করোনা ভাইরাস নেই

নিজস্ব প্রতিবেদক হ ঢাকা অফিস

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশে কোনো পশু-পাখির মধ্যে করোনাভাইরাস নেই বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তবে তিনি সবাইকে অসুস্থ পশু-পাখির মাংস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। গতকাল তিনি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়ে আরও বলেছেন, মানুষের মাঝে যাতে গুজব ছড়িয়ে না পড়ে, সেদিকে অবশ্যই আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আইইডিসিআর পরিচালক বলেন, এখন পর্যন্ত সারাবিশ্বে ৭৩ হাজার ৩৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার বেশিরভাগই চীনে। চীনের বাইরে করোনা ভাইরাসে মারা গেছেন তিনজন। আর চীনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে। তবে এ নিয়ে বাংলাদেশের মানুষের বেশি আতংকিত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেন তিনি। তিনি আরও জানান, সিঙ্গাপুর দূতাবাস বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে, এ পর্যন্ত বাংলাদেশের ৫ জন সে দেশের হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। আইইডিসিআর পরিচালক জানান, করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানো যাবে না। শুধুমাত্র অথেনটিক সোর্স থেকে তথ্য নিতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট