চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দেশে প্রতি ১ লাখ মানুষের জন্য একজন বিচারক

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২০ | ৮:৩৩ অপরাহ্ণ

বর্তমানে বাংলাদেশে প্রতি এক লাখ মানুষের জন্য বিচারক রয়েছেন একজন। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) আইনমন্ত্রী আনিসুল হক সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তথ্য জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হওয়া চুন্নুর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশে বিচারাধীন মামলা নিষ্পত্তিতে বিচারকের সংখ্যা খুবই কম। জনসংখ্যার তুলনায় বিচারকের এ সংখ্যা খুবই অপ্রতুল। প্রতি এক লাখ মানুষের জন্য এদেশে মাত্র ১ জন বিচারক রয়েছেন। যেখানে ভারতে ৫০ হাজার জনে একজন, ইংল্যান্ডে ২০ হাজার জনে একজন, আমেরিকা, ফ্রান্স ও ইতালিতে ১০ হাজার জনে একজন বিচারক রয়েছেন।

মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, দেশে এখন ৭ জন আপিল বিভাগের বিচারকের হাতে ২২ হাজার ৫৯৬টি, ৯৭ জন হাইকোর্ট বিভাগের বিচারকের হাতে চার লাখ ৯০ হাজার ৮০০টি ও অধঃস্তন আদালতে এক হাজার ৯৬৭ জন বিচারকের হাতে মামলা রয়েছে ৩১ লাখ ২৭ হাজার ২৪৩টি ।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট