চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এপ্রিলে হতে পারে ৪১তম বিসিএস প্রিলিমিনারি

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:৩২ অপরাহ্ণ

বিজ্ঞপ্তি অনুসারে চলতি বছরের মার্চে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এ পরীক্ষা মার্চে নেয়া সম্ভব হচ্ছে না। পরীক্ষা এপ্রিল মাসে হতে পারে।

পিএসসি সূত্র জানায়, ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে এখন পিএসসি ওই পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণার অপেক্ষায় আছে। এই ফল মার্চের মধ্যে হতে পারে। মূলত এরপরই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেবে কমিশন। এসব বিষয়ে বুধবার (১৩ জানুয়ারি) কমিশনের সভায় আলোচনা হয়।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘৩৮তম বিসিএসের ফল আগে প্রকাশের চেষ্টা করব। এরপর নেয়া হতে পারে ৪১তম বিসিএসের পরীক্ষা।’

প্রসঙ্গত, গত বছরের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ পদের বিপরীতে ৪ লাখ ৭৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেন।

আবেদনকারীর সংখ্যা এত বাড়ার কারণ কী? জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, তরুণদের আগ্রহ ও আস্থা বিসিএসের প্রতি বাড়ছে। এসব কারণে এবার যেকোনো সময়ের চেয়ে বেশি জমা পড়েছে আবেদন।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট