চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চীনা নাগরিকেদের আপাতত ভিসা দেবে না বাংলাদেশ

অনলাইন ডেস্ক

২ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৩৮ অপরাহ্ণ

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় চীনা নাগরিকদের অন-এরাইভাল ভিসা আপাতত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ।

রবিবার(২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের আগামী এক মাস তাদের দেশে ফেরত না যাওয়ারও পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে চীনে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের সব সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান এপল। এছাড়া গুগল, স্টারবাক এর মতো প্রতিষ্ঠানগুলো একই সিদ্ধান্ত নিয়েছে। 

চীনে দিন দিন আরও জটিল রূপ ধারণ করছে মরণঘাতী নভেল করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। বেইজিং জানিয়েছে, ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে মারা গেছেন ৪৫ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪ জনে।

সবশেষ তথ্য মতে, আক্রান্ত হয়েছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। এ অবস্থায় সম্প্রতি চীন সফর করা বিদেশি যাত্রীদের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। সম্প্রতি চীন সফর করা বিদেশি যাত্রীদের যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে, রাশিয়া, জাপান, পাকিস্তান, ইতালিসহ কয়েকটি দেশের নাগরিকদের চীন ভ্রমণে কড়াকাড়ি আরোপ করা হয়।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট