চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

যাত্রীর পায়ুপথে ৯ স্বর্ণের বার !

অনলাইন ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২০ | ৫:০৫ অপরাহ্ণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সারোয়ার আলম (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। সারোয়ার চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার পশ্চিম দলাই গ্রামের সোলায়মানের ছেলে। পায়ুপথে লুকিয়ে ৯ স্বর্ণের বার পাচার করছিলেন সেই যাত্রী। আজ সোমবার (২৭ জানুয়ারি)  দুপুর ১২টার দিকে এমিরেটস ইকো ৫৮২ ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন ওই যাত্রী।

এ তথ্য নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, দুপুরে সারোয়ার আলম নামে ওই যাত্রীকে দুবাই থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর ক্যানোপি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় আর্মড পুলিশের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পরবর্তীতে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পায়ুপথে স্বর্ণ আনার কথা স্বীকার করেন। এরপর তার পায়ুপথ থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পকেটে পাওয়া যায় আরো ১৪৪ গ্রাম স্বর্ণালংকার। আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ টাকা।তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানবিরোধী ধারায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান আলমগীর হোসেন।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/ এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট