চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গোপীবাগে আ’লীগ-বিএনপি সংঘর্ষ

অনলাইন ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২০ | ২:০৬ অপরাহ্ণ

ঢাকার গোপীবাগে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর গোপীবাগে নির্বাচনী গণসংযোগ চালাতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গণমাধ্যমকর্মীসহ কয়েকজন আহত হয়েছেন। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় ৪০ মিনিট থেকে থেমে এ সংঘর্ষ চলে।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের সমর্থকরা এ হামলা চালায়।

অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বাসার অদূরে এ সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। কয়েকজনকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটানো হয়। হামলায় আহত হন বেশ কয়েকজন বিএনপি কর্মী।

ইশরাকে অভিযোগ, বিনা উসকানিয়ে পরিকল্পনামাফিক এই হামলা করা হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালানোর সময় প্রতিপক্ষ এই হামলা চালায়। তার নেতাকর্মীদেরকে ভোট থেকে বিরত রাখতে এই হামলা।

কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জানান, তাদের কথা ছিল যে প্রার্থীরা যেদিকে যাবেন সেটা তারা আগে জানাবেন। কিন্তু তারা আমাদের ইনফর্ম করেননি। ফলে যথেষ্ট নিরাপত্তা দেয়া সম্ভব হয়নি। তবে সেরকম কোনো আহতের খবরাখবর পাওয়া যায়নি। 

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট