চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বলিউডের সিনেমায় বাংলাদেশের মিথিলা

ইয়াসমিন আকতার

১৪ মার্চ, ২০২০ | ১:৩৩ পূর্বাহ্ণ

বলিউডের ছবিতে বাংলাদেশের সুপরিচিত মডেল তানজিয়া জামান মিথিলা। ছবির নাম ‘রোহিঙ্গা’। পরিচালক ভারতের হায়দার খান মূলত আলোকচিত্রী। আলোকচিত্রী ও মডেলের যেভাবে পরিচয়, সেভাবেই তাদের চেনাজানা। বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন হায়দার। গত বছরের জুন মাসে ‘রোহিঙ্গা’ ছবির জন্য লুক টেস্ট দিতে ডেকেছিলেন মিথিলাকে। টেস্টে উতরে যান মিথিলা। কদিন আগে মিথিলার শুটিং পরবর্তী লুক প্রকাশিত হয়। গত ডিসেম্বর জুড়ে ভারতের আসামে ছবির নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে। বলিউডের লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রোহিঙ্গা’ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে।
মিথিলা বলেন, “বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু এ ছবির উপজীব্য নয়। ছবিতে মূলত একজন রোহিঙ্গা মেয়ের ভালোবাসার গল্প দেখানো হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে আমি কাজ করছি। ‘রোহিঙ্গা’ বলিউডের ভিন্নধারার ছবি। আমি ‘রোহিঙ্গা’ মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে কথা বলতে হয়েছে। চূড়ান্ত হওয়ার পর ভারতে গিয়ে ক্লাস করিয়ে আমাকে রোহিঙ্গা ভাষা শেখানো হয়েছে। স্ক্রিপ্ট নিয়ে স্টাডি করেছি।”
মিথিলা বলেন, ‘বছরখানেক আগে এক বন্ধুর মাধ্যমে হায়দার খানের সঙ্গে পরিচয়। তার সঙ্গে একটি পণ্যের ফটোশুটে অংশ নিই। তা ছাড়া আমাকে প্রায়ই ফটোশুটের কাজে ভারতে যেতে হতো। প্রথম দেখায় তিনি আমাকে বলেছিলেন, “তোমার চেহারাটা ইউনিক। আমি তোমার সঙ্গে কাজ করতে চাই।” আমিও বলেছিলাম, অবশ্যই। এর কিছুদিন পরই প্রথম কাজের প্রস্তাবটি দেন তিনি। নানা কাজের ব্যস্ততায় তখন সময় বের করতে পারিনি। অবশেষে মাস ছয়েক আগে এই ছবিতে কাজের ব্যাপারটি চূড়ান্ত হয়।’
গত ডিসেম্বর ভারতের আসামে শুটিং করতে গিয়ে মিথিলা জানতে পারেন, ‘রোহিঙ্গা’ নামের ছবিটির গল্প তাকে কেন্দ্র করে লেখা। কিন্তু রোহিঙ্গা হিসেবে পর্দায় তাকে কীভাবে দেখানো হবে, সেটা ভেবে তিনি অবাক হন। তিনি বলেন, ‘চিত্রনাট্যের একটা ছোট্ট অংশ পড়ে ভিডিও করে পাঠাতে বললেন। পাঠালাম। সেটা দেখে বললেন, “… নাহ্ তোমাকে নিয়ে আমি অনেক বেশি প্রত্যাশা করেছিলাম, কিন্তু তুমি…আমার প্রত্যাশার চেয়ে বেশি ভালো করেছ।” শোনার পর আমি তো জোরে চিৎকার…। শুটিংয়ের প্রথম দিন পরিচালকসহ ইউনিটের সবাই বলছিল, আমাকে নাকি মনীষা কৈরালার তরুণ সময়ের মতো দেখাচ্ছিল। এটা ছিল আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’
২০২০ সালের মাঝামাঝি সময়ে ‘রোহিঙ্গা’ ছবিটি মুক্তি পেতে পারে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট