চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ফুলকিতে সুরধারার রবীন্দ্রসংগীত সন্ধ্যা

মো. দেলোয়ার হোসেন

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:২৭ পূর্বাহ্ণ

রবীন্দ্রনাথের কবিতা, গান,উপন্যাস, ছোট গল্প ভালোবাসে না এমন লোকের সংখ্যা খুবই নগণ্য। যারা রবি ঠাকুরকে ভালবাসে তারা রবি ঠাকুরের সংগীতের মাঝে নিজেদেরকে ভুলিয়ে রাখে। রবীন্দ্রসংগীত প্রিয় মানুষগুলো সাদা মনের মানুষের মত জীবনÑযাপন করে থাকে। কবি রবীন্দ্র নাথের বেশ কিছু গান নিয়ে নগরীর সুরধারা সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল রবীন্দ্র সংগীত সন্ধ্যা। এ অনুষ্ঠানে গান পরিবেশন করেছিলেন কলকাতার শিল্পী কাবেরী ঘোষ, এপার ওপার বাংলার শিল্পী এড. শুভাগত চৌধুরীসহ বেশ কয়েকজন রবীন্দ্র সংগীত শিল্পী।

নগরীর ডিসি হিল সংলগ্ন ফুলকি’র এ. কে. খান মিলনায়তনে চন্দনাইশ সংগীত নিকেতন ও শৈশব সংগঠনের সার্বিক সহযোগিতায় সম্প্রতি আয়োজিত রবীন্দ্রসংগীত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলকি’র অধ্যক্ষ শীলা মোমেন। অনুষ্ঠানে প্রথমে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় আগুনের পরশমনি গানটি। এরপরে সীমা পাল গাইলেন আমার জীবন পাত্র উচ্ছলিয়া, আমার খেলা যখন। রুপা দত্ত পরিবেশন করলেন, আমার প্রাণের মানুষ, শীলা দত্ত পরিবেশন করেছেন সখি ভাবনা কাহারে বলে । সুচিত্রা বিশ্বাস পরিবেশন করলেন নিত্য তোমার যে ফুল, যে তোমায় ছাড়ে, কমল গন্ধা দত্ত গাইলেন জীবনে আমার যত, চিনিলে না আমারে। এসব গান করার পর শাশ্বতী তালুকদার মঞ্চে পরিবেশন করলেন আমি তোমার প্রেমে। শ্যামলী পাল গাইলেন আমি তোমার মাটির কন্যা, পাতার ভেলায় ভাসায়। এসব গান শুনতে শুনতে দর্শকদের মাঝে রবীন্দ্র প্রেমের অনুভুতি জেগে ওঠে। যখন দর্শকদের মাঝে রবীন্দ্রমোহ জাগ্রত তখন মঞ্চে আসলেন অনুষ্ঠানের আয়োজক সুরধারার পরিচালক এপার ওপার বাংলার আরেক জনপ্রিয় শিল্পী শুভাগত চৌধুরী। তিনি কাল রাতের বেলা গানটি দিয়ে তার পরিবেশনা শুরু করেন। এরপর সন্ধ্যা হল গো, নয় নয় এ মধুর, কোলাহল তো কারণসহ বেশ কয়েকটি গান পরিবেশন করে দর্শকদের আনন্দ দিয়ে যান। সব শেষে মঞ্চে আসলেন কলকাতার শিল্পী কাবেরী ঘোষ। তিনি মঞ্চে উঠে এ-ফ্লাটে শুরু করলেন, না চাহিলে যারে পাওয়া যায়, আমি রূপে তোমায়, যখন এসে ছিলেম, জাগো নাথ জোছনা রাতে, বহে নিরন্ত্রর, আমি মারের সাগর এসব গান পরিবেশন করে অবশেষে সংগীত সন্ধার ইতি টানলেন। অনুষ্ঠানে যন্ত্র সংগীতে ছিলেন- কি-বোর্ডে নিখিলেশ বডুয়া, অক্টোপ্যাডে, রনি চৌধুরী, তবলায় প্রীতম আচার্য্য।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট