চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজন পৌষের সন্ধ্যায় গান কবিতা আড্ডা

রাতুল হাসান

২৫ জানুয়ারি, ২০২০ | ৫:৩০ পূর্বাহ্ণ

আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ ২০২০ সালে প্রতিষ্ঠার ১৪তম বর্ষে বছরব্যাপী ঋতুভিত্তিক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ধারাবাহিক এ আয়োজনের প্রথম নিবেদন ‘পৌষের সন্ধ্যায় গান কবিতা আড্ডা’ গত ১৫ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় । পৌষের গান ও কবিতা নিয়ে এ আয়োজনে বুধবার সন্ধ্যা ৭টায় আয়োজন শুরু হয় সঙ্গীতশিল্পী মোস্তফা কামালের কণ্ঠে “পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনো” গানটি দিয়ে।

আবৃত্তিশিল্পী সেঁজুতি দের সঞ্চালনায় এরপর অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী শুভাগত চৌধুরী, আল তুষি এবং আনিকা চৌধুরী। দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী পিয়া দাশ ও সোহেল রানা, হাসিবা আক্তার কথা ও তৌফিক হোসাইন এবং চিংকু রানী শীল ও তানভীর হোসাইন রাকিব। আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের মৌসুমি চক্রবর্ত্তী ও শামীমা ইয়াসমীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সুলতানা ইয়াসমিন ও সজীব তালুকদার, স্বপ্নযাত্রীর জীবন বড়–য়া ও লুজাইনা আনোয়ার নোহা এবং একুশ আবৃত্তি চর্চা কেন্দ্রের বিজয় চক্রবর্ত্তী ও ¯িœগ্ধা সিকদার। ত্রয়ী আবৃত্তি পরিবেশন করেন কামরুন নাহার, ফারহানা বেগম, রাজেশ্বরী চৌধুরী এবং শারমিন সুলতানা, রুম্পা বিশ্বাস ও তাওহীদা শারমিন। ‘ক্ষেতমজুরের কাব্য’ শিরোনামের বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন রাহুল ঘোষ দস্তিদার, সুস্মিতা দাশ সাফা মারওয়া এবং আনিকা ইবনাত সূচী। উল্লেখ্য, ১৫ জানুয়ারি ছিলো তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি নন্দিত কবি ভাগ্যধন বড়–য়ার ৫১তম জন্মদিন। পৌষ সন্ধ্যার নান্দনিক এ আয়োজনে উদ্যাপিত হয় কবির জন্মদিনও। অনুষ্ঠানের কবির সুহৃদ স্বজন শুভানুধ্যায়ীরা কবি ভাগ্যধন বড়–য়াকে শুভেচ্ছা জানান। কবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংগঠক দেওয়ান মাকসুদ, কবি হাফিজ রশিদ খান, খালেদ হামিদী, জিন্নাহ চৌধুরী, মোজাম্মেল মাহমুদ, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, সংগঠক সজল চৌধুরী, বোধনের সভাপতি আব্দুল হালিম দোভাষ, উচ্চারক সভাপতি ফারুক তাহের, স্বপ্নযাত্রী সভাপতি আলী প্রয়াস, সংগঠক সুমন দেবনাথ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট