চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কবি ও পাহারাদার

শবনম নার্গিস

১০ নভেম্বর, ২০২০ | ৭:২২ অপরাহ্ণ

ঘড়ির কাঁটাটি টিক টিক শব্দে জানান দেয়

রাত তিনটে বেজে গেছে।

থেমে থেমে পাহারাদারের হুইসেল বেজে উঠে আর

সতর্ক চিৎকার -“হুশিয়ার-সাবধান!”

ধীরে –রাতের মধ্যদুপুরে জ্যোৎস্নাস্নানে নামে কবি!

দুরের বিলবোর্ডটি-যেটি সন্ধ্যায় বিরক্তি উৎপাদন করে-

সেটিও মায়াবী মনে হয় তখন।

আকাশ থেকে টুপটাপ ঝরে পড়ে এক একটি কবিতা!

জ্যোৎস্না স্নানের বিলাসিতায় কাব্য লেখে কবি!

আর পাহারাদার!

জ্যোৎস্নায় মন ডুবিয়ে

জীবনের অন্য মানে খোঁজার সময় পায়নি সে।

তার বাঁশি ক্রমাগত বেজে যায়

“হুশিয়ার-সাবধান!”

পূর্বকোণ/এএ

শেয়ার করুন