চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক

১৯ জুলাই, ২০২০ | ১:২৬ অপরাহ্ণ

নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ (১৯ জুলাই)। ২০১২ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান হিমু কিংবা মিসির আলির এই স্রষ্টা।

করোনার কারণে প্রতি বছরের মতো না হলেও দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে সীমিত আকারে পরিবার ও ভক্তরা দিনটিতে স্মরণ করবে।

জানা গেছে, সীমিত আকারে দোয়ার আয়োজন থাকছে হুয়মায়ূন আহমেদের জন্মস্থান নেত্রকোনা এবং লেখকের সবচেয়ে প্রিয় স্থান গাজীপুরের নুহাশপল্লীতে। টিভি চ্যানেলগুলোতেও থাকছে তার নাটক, চলচ্চিত্র, গান ও সাহিত্য নিয়ে দিনভর বিশেষ অনুষ্ঠানমালা।

জনপ্রিয় কথাশিল্পী হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট