চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জবর খবর

দ্রুত দৌড়ায় চিতা-সিংহ

৭ মে, ২০১৯ | ১:০৩ পূর্বাহ্ণ

পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন পশু নিঃসন্দেহে চিতা বাঘ। তবু হরিণের পেছনে ছুটে সব সময় নাগাল পায় না কেন। তবে কি হরিণ চিতার চেয়ে বেশি গতিবেগে দৌড়ায় তখন? চলো জেনে নেওয়া যাক। লম্বা প্যাঁচানো শিং আর লাফ দেয়ার জন্য বিখ্যাত ব্লাকবাক হরিণ দৌড়ায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে। সে আছে পঞ্চম স্থানে। বনের রাজা সিংহের গতিও একই। তবে সিংহ বেশিক্ষণ এই গতিতে দৌড়াতে পারে না।ছোট প্রাণী বলে খরগোশকে কিন্তু ছোট করে দেখার জো নেই। ছোট্ট বাদামি খরগোশ ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম। এছাড়া ক্যাঙ্গারু, ঘোড়া, খেঁকশিয়াল ৭০-৭১ কিলোমিটার, জেব্রা ৬৪, মহিষ ৫৫, জিরাফ ও নেকড়ে ৪৫ কিলোমিটার গতিতে দৌড়ায়। আর রয়েল বেঙ্গল টাইগারের গতি ৫৫ থেকে ৬৫ কিলোমিটার। তবে পৃথিবীর তাবৎ পশু-পাখির মধ্যে সর্বোচ্চগতি ফ্যালকন পাখির। এরা ঘণ্টায় ২৪২ মাইল বেগে উড়তে সক্ষম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট