চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রকৃতির অনুষঙ্গ ফড়িং

৩ মার্চ, ২০২০ | ১:৫০ পূর্বাহ্ণ

ফড়িং একটি দৃষ্টিনন্দন পতঙ্গ। পুকুর, নদী কিংবা অন্যান্য জলাভূমির কাছে ফড়িংয়ের ওড়াউড়ি বেশি চোখে পড়ে। অনেক সময় গাছের ডালে, পাতার ওপর নিশ্চলভাবে বসে থাকে। ছোট শিশুরা ফড়িংয়ের পেছন পেছন ছুটে খুব মজা পায়, চুপি চুপি ফড়িংয়ের লেজ বা পাখার স্পর্শে মনটা আনন্দে ভরে ওঠে। গ্রামের শিশুরা ফড়িংয়ের লেজে সুতা বেঁধে আকাশে ওড়ায়, বাঁশের কঞ্চি বা পাটকাঠির আগায় ঝিকর গাছের আঠা লাগিয়ে ফড়িং ধরে মজা পায়; কিন্তু প্রকৃতিতে ফড়িংয়ের বিচরণ অবাধ করতে শিশুদের এসব কাজ থেকে বিরত থাকতে বড়দের শিক্ষা দিতে হবে।এদের বৃহৎ যৌগিক চোখ, দুই জোড়া স্বচ্ছ পাখা এবং দীর্ঘায়িত ও খ-ায়িত শরীর রয়েছে। সাধারণত ফড়িংয়ের মাথা বড় হয় এবং ইচ্ছেমতো চারদিকে ঘুরানো যায়। এরা বসে থাকলে এদের পাখা শরীরের সঙ্গে সমকোণ অবস্থায় থাকে। অন্যান্য পতঙ্গের মতো ফড়িংয়ের ছয়টি কাঁটাযুক্ত পা আছে, পাগুলো ডালপালায় বসার উপযোগী। কাঁটাযুক্ত পা দিয়ে এরা যে কোনো গাছের ডালকে আঁকড়ে ধরে বিশ্রাম নিতে পারে। ওড়ার সময় এরা বাতাসে স্থির থাকে, আবার ধীরে থেমে থেমে সামনের দিকে এগোতে থাকে। এছাড়াও ফড়িং উড়ন্ত অবস্থায় থেকে হঠাৎ দিক পরিবর্তন করে তার সম্পূর্ণ বিপরীত দিকেও দ্রুত উড়ে যেতে পারে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট