চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাংলাদেশ মেরিন একাডেমিতে নিয়োগ হবে ৫ পদে

বাংলাদেশ মেরিন একাডেমিতে নিয়োগ হবে ৫ পদে

পূর্বকোণ ডেস্ক

২৫ জুলাই, ২০২০ | ৬:২২ অপরাহ্ণ

পাঁচটি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেরিন একাডেমিতে।

পদের নাম: চিফ পেটি অফিসার (সিগন্যাল)- ১টি, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর- ১টি, চিকিৎসা সহকারী- ১টি, মোটর ড্রাইভার- ১টি, টেলিফোন অপারেটর- ১টি।

আবেদন ঠিকানা: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমী, চট্টগ্রাম এর বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২০

১. চিফ পেটি অফিসার (সিগন্যাল): ১টি
বেতন: ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)।
যোগ্যতা: বাংলাদেশ নৌ বাহিনীর উচ্চতর শিক্ষা পরীক্ষা অথবা কোন স্বীকৃত বাের্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ তৎসহ বাংলাদেশ নৌ বাহিনীতে প্রাক্তন পেটি অফিসার এবং সিগন্যাল স্কুলে প্রশিক্ষক হিসাবে ১ বৎসরের অভিজ্ঞতা অথবা মেরিন একাডেমি হইতে প্রি-সি কোর্স প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেট।

২. সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর: ১টি
বেতন : ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)
যোগ্যতা: নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হইতে হবে। শর্টহ্যান্ডের প্রতি মিনিটে ইংরেজি ৮০ বাংলায় ৫০ শব্দ ও কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি নিন্মরুপ।
(ক) বাংলাঃ প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ।
(খ) ইংরেজিঃ প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ।

৩. চিকিৎসা সহকারী: ১টি
বেতন: ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)
যোগ্যতা: কোন স্বীকৃত প্রতিষ্ঠান/ইনষ্টিটিউট হইতে ফার্মাসিস্ট সাটিফিকেটসহ ৩ বৎসরের বাস্তব অভিজ্ঞতা অথবা প্যারামেডিক্স সাটিফিকেটসহ ৮ বৎসরের অভিজ্ঞতা।

৪. মোটর ড্রাইভার: ১টি
বেতন: ৯৭০০-২২৪৯০/- (গ্রেড-১৫)
যোগ্যতা: বৈধ মোটর ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় ৩ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. টেলিফোন অপারেটর: ১টি
বেতন: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
যোগ্যতা: কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্যুন উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে টি এন্ড টি বোর্ড হইতে সার্টিফিকেটধারী হতে হবে।

শর্তাবলী:
ক। মেরিন একাডেমির ওয়েবসাইট www.macademy.gov.bd থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমী, চট্টগ্রাম এর বরাবরে আবেদন করে আগামী ২০.০৮.২০২০ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে। উল্লিখিত পদে ১০০/- (একশত) টাকা কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের অনুকূলে সােনালী ব্যাংক লি./বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে কোড নং ১-৫২৩৬-০০০১-২৬৮১ তে জমা করে চালানের মূল কপি আবেদনের সাথে জমা দিতে হবে।

খ। আবেদনপত্র প্রেরণের খামের উপরের অংশে আবেদনকৃত পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। ২০.০৮.২০২০ খ্রি. তারিখে বয়সসীমাঃ ১৮ হতে ৩০ বছর। মুক্তিযােদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধ সনদের কপি আবেদন পত্রের সাথে দিতে হবে।

গ। সকল জেলার মুক্তিযােদ্ধা/মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র কন্যা, এতিমখানার নিবাসী, প্রতিবন্ধী, মহিলা, উপজাতীয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আবেদন করতে পারবেন (এক্ষেত্রে যথাযথ সনদ দাখিল করবেন)।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট